দেশে আজ বাড়তি দামে বিক্রি হবে সোনা-রুপা, ভরি কত?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৯:৩২ এএম
দেশে আজ বাড়তি দামে বিক্রি হবে সোনা-রুপা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই মূল্য মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী—

>> ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

> ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা

> ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা

> সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা

তবে নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির অংক পরিবর্তিত হতে পারে।

চলতি বছরে এটি দেশের বাজারে সোনার দামের তৃতীয় সমন্বয়। এর আগে দুই দফা দাম বাড়ানো হলেও এক দফা কমানো হয়েছিল। অন্যদিকে, গত বছর (২০২৫) সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়—যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

রুপার দামও বাড়ল

সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২৫ টাকা।

নতুন দরে—

> ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা

> ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা

> সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৬৩৯ টাকা

চলতি বছরে রুপার দামের এটি দ্বিতীয় সমন্বয়। এর আগে একবার দাম বাড়ানো ও একবার কমানো হয়েছিল। গত বছর দেশের বাজারে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়—যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

এম

Link copied!