সাময়িক দরপতনের পর বিশ্ববাজারে ফের বড় ধরনের উল্লম্ফন ঘটেছে সোনার দামে। সর্বশেষ লাফে সব আগের রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। একই সঙ্গে রুপার দামও উঠেছে নজিরবিহীন উচ্চতায়।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক ও বাণিজ্যিক অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকছেন।
সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন স্পট মার্কেটে লেনদেন চলাকালে একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৯০ দশমিক ৫৯ ডলারে, যা ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে রুপার দাম আউন্সপ্রতি ৯৪ দশমিক ১২ ডলার ছুঁয়ে নতুন রেকর্ড গড়ে। (এক আউন্স প্রায় ২ দশমিক ৪৩ ভরি)
বিশ্ববাজারে এই অস্থিরতার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক হুমকিকে। গত শনিবার (১৭ জানুয়ারি) গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, যা আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক চাপ আরও বাড়ানো হবে। তার এই বক্তব্যে বিশ্ববাজারে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
এই অনিশ্চয়তার প্রভাব এশিয়ার বাজারেও পড়েছে। দিনের শুরু থেকেই বিনিয়োগকারীদের মধ্যে সোনা ও রুপার প্রতি বাড়তি আগ্রহ দেখা যায়।
বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপ, সম্ভাব্য বাণিজ্য উত্তেজনা এবং ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লে নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও রুপার চাহিদা আরও বাড়ে—যার সরাসরি প্রভাব পড়ছে দামে।
এদিকে দেশের বাজারেও সোনার দাম ইতোমধ্যে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।
দেশীয় বাজারে রুপার দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।
বিশ্ববাজারে সোনা ও রুপার নতুন এই রেকর্ডের প্রভাব খুব শিগগিরই দেশের বাজারে আরও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে বাংলাদেশেও সোনা-রুপার দামে নতুন আরেকটি ইতিহাস তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আপনার মতামত লিখুন :