ফাইল ছবি
বিশ্ববাজারে সোনার দাম যেন থামছেই না। একের পর এক রেকর্ড ভেঙে মঙ্গলবার ২০ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ৪ হাজার ৭০০ ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে প্রতি আউন্স সোনার দাম আগের দিনের তুলনায় ৩৫ দশমিক শূন্য ৩ ডলার বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭১২ দশমিক ৮৪ ডলারে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
কেন বাড়ছে সোনার দাম
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিতে মন্দার শঙ্কা, বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত এবং ডলারের অস্থিরতা সোনার বাজারে সরাসরি প্রভাব ফেলছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন, যা দামের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও জোরালো করছে।
বিশ্ববাজারের প্রভাব দেশে
ভরিপ্রতি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার টাকা ছাড়াল, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের ঘোষণায় মঙ্গলবার থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৩১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
সামনে আরও রেকর্ডের আশঙ্কা
সোনার বাজারে সংশ্লিষ্টদের ধারণা, এই ঊর্ধ্বগতি আরও অব্যাহত থাকতে পারে। বাজুসের এক সদস্য বলেন, বিশ্ববাজারে যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে এক আউন্সের দাম ৫ হাজার ডলারে পৌঁছালে অবাক হওয়ার কিছু থাকবে না। সে ক্ষেত্রে দেশের বাজারেও দাম সমন্বয় করতে হবে।
ইতিহাসে সোনার দামের উত্থানপতন
তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে এক আউন্স সোনার দাম ছিল ৮৫০ ডলার। ২০০৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৬৫ ডলারে। ২০১১ সালে নতুন রেকর্ড গড়ে এক আউন্স সোনার দাম ওঠে ১ হাজার ৯১৩ ডলারে।
এরপর দীর্ঘ সময় ধরে ধীরে বাড়ার পর ২০২৫ সালের মার্চে প্রথমবার ৩ হাজার ডলার স্পর্শ করে সোনার দাম। একই বছরের এপ্রিলে তা ছাড়ায় ৩ হাজার ২০০ ডলার, মাঝামাঝি সময়ে ৩ হাজার ৫০০ ডলার এবং অক্টোবরে প্রথমবারের মতো ৪ হাজার ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলে। বছরের শেষ দিকে দাম ওঠে ৪ হাজার ৫৫০ ডলারে।
দেশের বাজারে সোনার দীর্ঘ পথচলা
২০০০ সালে দেশে ভালো মানের এক ভরি সোনার দাম ছিল ৬ হাজার ৯০০ টাকা। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ১৬৫ টাকায়। ২০১৮ সালে প্রথমবার এক ভরি সোনার দাম ৫০ হাজার টাকা ছাড়ায়। ২০২০ সালের জানুয়ারিতে দাম পৌঁছে যায় ৬০ হাজার ৩৬১ টাকায়। ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার দেশের বাজারে এক ভরি সোনার দাম এক লাখ টাকা ছুঁয়ে ফেলে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেই দাম পৌঁছায় ১ লাখ ৫০ হাজার টাকায়। গত বছরের ৭ অক্টোবর ভালো মানের সোনার দাম প্রথম দুই লাখ টাকা ছাড়ায়।
২০২৫ সালে দেশে সোনার দাম পরিবর্তন হয়েছে মোট ৯০ বার। এর মধ্যে ৬৩ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। এক বছরের ব্যবধানে এক ভরি সোনার দাম বেড়েছে ৮৮ হাজার ৬৩৫ টাকা, যা প্রায় ৬৪ শতাংশ।
এসএইচ
আপনার মতামত লিখুন :