এক লাফে সোনার ভরি আড়াই লাখ ছাড়াল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৯:২১ পিএম
এক লাফে সোনার ভরি আড়াই লাখ ছাড়াল

ফাইল ছবি

বিশ্ববাজারের ধারাবাহিক ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এক লাফে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।

বিশ্ববাজারে সোনা ও রুপার মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়ছে। সর্বশেষ দাম সমন্বয়ের ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৭৪৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও রেকর্ড দেখা গেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের রুপা ভরি ৬ হাজার ৫৩২ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ভরি ৫ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ধরা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এসএইচ 

Link copied!