‘ওয়েট অ্যান্ড সি’

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৬, ০৩:১৫ পিএম
‘ওয়েট অ্যান্ড সি’

সোনালীনিউজ ডেস্ক

চলতি অর্থবছরে অবশ্যই ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি। আইএমএফ এর পূর্বাভাস ঠিক নয়। তারা বাস্তবতা বিবর্জিত বক্তব্য দেয়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈদেশিক সহায়তা ব্যবহারে দেশীয় গুরুত্ব বিষয়ক আলোচনায় এ সব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘গত অর্থ বছরে রাজনৈতিক অস্থিরতার প্রভাব জিডিপিতে পড়েনি বলেই চূড়ান্ত হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। আমার গর্ব হচ্ছে আগে জাতীয় বাজেট হতো শতভাগ বৈদেশিক সহায়তায় আর এখন হচ্ছে জিডিপির মাত্র ১ দশমিক ৫২ শতাংশ থেকে ১ দশমিক ৭০ শতাংশের মধ্যে। কিন্তু তাই বলে দাতাদের ফান্ডের প্রয়োজন নেই, তা নয়। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা দারিদ্র্য নিরসনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি তার জন্য উন্নয়ন সহযোগীদের ফান্ডের প্রয়োজন রয়েছে।’
তিন দিনব্যাপী এ বৈঠকের সমাপনী দিনে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন। বক্তব্য দেন ইউএস এইড’র কান্ট্রি ডিরেক্টর ইয়ানিনা জেরুজালেস্কি।
সোনালীনিউজ/আমা

Link copied!