বাজেট অধিবেশন ৫ জুন পর্যন্ত মুলতবি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০১৭, ০৫:২২ পিএম
বাজেট অধিবেশন ৫ জুন পর্যন্ত মুলতবি

ঢাকা: জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৫ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাটেজ বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পরে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশন ৫ জুন পর্যন্ত মুলতবি করেন।

গত মঙ্গলবার (৩০ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!