ব্যাংকিং নিয়ন্ত্রণে দুর্বলতা আছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৭, ০৫:৫৯ পিএম
ব্যাংকিং নিয়ন্ত্রণে দুর্বলতা আছে

ঢাকা: টানা আট বছর অর্থমন্ত্রীর দায়িত্বে‌ থেকেও ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারার স্বীকারোক্তি করেছেন আবুল মাল আবদুল মুহিত।

ব্যাংক ও আর্থিক খাতের ‘দুর্নীতি-লুটপাটের প্রতিবাদে’ বুধবার(২৭ ডিসেম্বর) বাম দলগুলোর কর্মসূচির প্রেক্ষাপটে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মুহিত।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা ঠিকভাবে কাজ করছে কি না- এই প্রশ্নে মুহিত বলেন, ব্যাংকিং নিয়ন্ত্রণে দুর্বলতা আছে, দ্যাটস অল। তবে ব্যাংক খাতের দুর্বলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের কর্মসূচিকে ‘ননসেন্স’ বলে মন্তব্য করেন তিনি।

বিভিন্ন ব্যাংকের দুর্নীতির তথ্য আসায় সেগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করেন মুহিত। সোনালী ও বেসিক ব্যাংকের মতো অর্থ কেলেঙ্কারির ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কেন্দ্রীয় ব্যাংককে এর আগে সতর্ক থাকার পরামর্শ দেন অর্থমন্ত্রী।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একের পর এক ঋণ কেলেঙ্কারির ঘটনা প্রকাশের প্রেক্ষাপটে তা নিয়ে সরকার চিন্তিত বলেও জানান তিনি।

সোনালীনিউজ/আতা

Link copied!