নো কমেন্ট, অল রাবিশ

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৮, ০৭:১৩ পিএম
নো কমেন্ট, অল রাবিশ

ঢাকা: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশকে টেনে নামানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় সিপিডির গবেষণা রিপোর্টকে ‘রাবিশ’ বলে মন্তব্য করেন তিনি। 

রোববার(১৪ জানুয়ারি) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতাদের সঙ্গে এক বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৭-২০১৮: প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরে সিপিডি। সেখানে সিপিডি জানায়, ২০১৭ সাল ছিল ব্যাংক খাতের কেলেঙ্কারির বছর। বাংলাদেশে গত এক দশক ধরে ধনীরা আরও ধনী হচ্ছে, অপরদিকে গরিবরা দিন দিন আরও গরিব হচ্ছে। গরিবের টাকা চলে যাচ্ছে ধনীদের পকেটে। ফলে অর্থনৈতিক বৈষমা দিন দিন বাড়ছেই। দেশের মোট সম্পদের ২৮ শতাংশ চলে গিয়েছে পাঁচ শতাংশ ধনীর পকেটে। ধনীদের আয় দ্বিগুণ হলেও কমেছে গরিবের আয়

সিপিডির এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কই, অত বড় কেলেঙ্কারি (হলমার্ক) হয়ে গেল, তখন তো তারা কিছু বলেনি।’ সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে এ মন্তব্যের বিষয়ে বিশদভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘নো নো নো, অল রাবিশ।’

সিপিডির গবেষণা মতে ব্যাংক খাতের জন্য অর্থ মন্ত্রণালয়ের নজর দারির ঘাটতি আছে—এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আই হ্যাভ নো কমেন্ট। বাংলাদেশ যে এত সব অর্জন করেছে, এই ব্যাপারে কখনোই সিপিডি কোনো রিকগনাইজ করেনি।’

এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবিরের নেতৃত্বে একটি দল আজ সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

অর্থমন্ত্রী উল্টো অভিযোগ করে বলেন, সিপিডি বাংলাদেশকে নিচে নামানোর চেষ্টা করছে। বাংলাদেশ এতো ভালো কাজ করছে কিন্তু সেগুলো সিপিডি প্রকাশ করে না।

সোনালীনিউজ/আতা

Link copied!