প্রবাসী আয়ে চলে কোটি পরিবার, গতি পাচ্ছে রেমিট্যান্স

  • বিশেষ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৭, ২০১৮, ০৪:১৪ পিএম
প্রবাসী আয়ে চলে কোটি পরিবার, গতি পাচ্ছে রেমিট্যান্স

ঢাকা: দেশে বৈদেশিক আয়ের প্রবাহ গত অর্থ বছরের চেয়ে বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশের মোট পরিবারের এক তৃতীয়াংশ- প্রায় এক কোটি পরিবার এখন বৈদেশিক আয়ের উপর নির্ভরশীল।

এতে গ্রামীণ পর্যায়ে আর্থ-সামাজিক অবস্থার যেমন উন্নতি হয়েছে, তেমনি এই প্রবাস আয় বা রেমিটেন্স জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী- দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার বা তিন হাজার তিনশ’ কোটি ডলার। এই রিজার্ভের বড় একটি অংশ আসে প্রবাস আয় বা রেমিটেন্স থেকে। প্রায় এক কোটি বাঙালি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেন, যারা ২০১৭-১৮ অর্থবছরে দেশে পাঠিয়েছেন ১ হাজার ৪৯৮ কোটি ডলার।

আগের বছরের তুলনায় বৈদেশিক আয় বেড়েছে ২’শ ২১ কোটি ডলার। রোজার ঈদকে সামনে রেখে অর্থবছরের শেষ দুই মাস মে এবং জুনে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।   

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে পরিবারের সংখ্যা সাড়ে তিন কোটি। সেই হিসাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ কোটি বাংলাদেশীর পাঠানো বৈদেশিক আয় গ্রহণ করছে দেশের এক তৃতীয়াংশ পরিবার।

গবেষকরা বলছেন, এই আয়ের উপর নির্ভরশীল পরিবারগুলো আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করছে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

তবে সার্বিক অর্থনীতিকে আরো শক্তিশালী করতে প্রবাস আয়ের পাশাপাশি রপ্তানি আয় আরো বাড়ানোর দিকে মনোযোগী হতে বলছেন অর্থনীতিবিদরা।

বৈধ চ্যানেলে বৈদেশিক অর্থ পাঠানো বাড়ানো গেলে রেমিটেন্স আরো বাড়বে বলে জানান অর্থনীতি বিশ্লেষকরা।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম

Link copied!