বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৮, ০৪:০৭ পিএম
বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

ঢাকা: টানা প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলন কাজ শুরু হয়েছে। নির্ধারিত ময়ের দুদিন আগে শনিবার থেকে খনি থেকে কয়লা উত্তোলন কাজ শুরু হয়। তবে আপাতত উত্তোলন চলছে পরীক্ষামূলকভাবে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান জানান, খনির ১৩১৪ নম্বর ফেসের টানেল নির্মাণের কাজ শেষ করার পর শুক্রবার দিনগত মধ্যরাত থেকে উত্তোলন শুরু হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যেই দৈনিক দুই হাজার থেকে ২ হাজার ২০০ টন কয়লা উত্তোলন হবে বলে জানান তিনি।

এর আগে গত বুধবার ফজলুর রহমান জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে কয়লা উত্তোলন। কিন্তু কয়লা কার্টিং মেশিনসহ আনুসাঙ্গিক যন্ত্রপাতি স্থাপন সম্ভব হওয়ায় নির্ধারিত সময়ের দুদিন আগেই নতুন ফেস থেকে এই কয়লা উত্তোলন শুরু হলো।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!