ছবি: সোনালীনিউজ
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেন জকসু নির্বাচনের প্রধান নিবার্চন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান।
অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস, শীতকালীন ছুটি— সব বিবেচনায় নিয়ে এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, সবকিছু মিলিয়ে আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।
এর আগে গত ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়।
এরপর ২ নভেম্বর আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এর আগে, গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
পিএস
আপনার মতামত লিখুন :