ছবি : সংগৃহীত
ঢাকা: স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ পাঁচ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তারা মোড়ে অবস্থান নিয়ে তারা এই দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং পদ্ধতির ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশ ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উচ্চ-মাধ্যমিকের অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে তারা এই অবরোধ করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কথা বলতে ১০ সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়া হবে।
পিএস
আপনার মতামত লিখুন :