প্রাথমিক শিক্ষক নিয়োগে বিশাল সুখবর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০, ০২:০০ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগে বিশাল সুখবর

ঢাকা: শিক্ষক সংকট দূর করতে প্রাথমিক বিদ্যালয়ে ৪০ হাজার শিক্ষক নিয়োগ হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্যানেলে শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

প্রাক-প্রাথমিকে ভর্তিতে শিশুদের বয়স ৪ ও মেয়াদকাল ২ বছর করা হয়েছে। এ কারণে এ স্তরে ২৬ হাজার শিক্ষক প্রয়োজন। সেই সঙ্গে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ খালি ২১ হাজার ৮১৪টি।

করোনারা কারণে অর্থসংকটে অনেক কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই ভর্তি হবে প্রাথমিক বিদ্যালয়ে। ফলে দ্রুত শিক্ষক সংকট দূর করত না পারলে কার্যক্রম ব্যহত হওয়ার শঙ্কা শিক্ষকদের।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন জানান, শিগগিরই এই সংকট দূর করতে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। স্বল্প সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে, প্যানেলে শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সোনালীনিউজ/টিআই

Link copied!