গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা যেদিন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৭:০৮ পিএম
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা যেদিন

ফাইল ফটো

ঢাকা: আগামী ১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। এরপর ২৬ জুন ও ৩ জুলাই এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্য (ভিসি) পরিষদের সভায় এ তারিখকে সম্ভাব্য ধরে প্রস্তাব করা হয়।

সভায় আগামী ১০ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ১২ জুন প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিবুল ইসলাম।

তিনি বলেন, ১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৯ জুন, ২৬ জুন ও ১০ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Link copied!