৪৪তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০২২, ০৬:১৯ পিএম
৪৪তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

ঢাকা: ৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২২ জুন) প্রকাশিত এই ফলাফলে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হয়েছেন বলে জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন।

প্রকাশিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে 44 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে বলে আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

গত ২৭ মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট প্রার্থী তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন। ৪৪তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৭১০ জন পদে নিয়োগ দেবে সরকার।

সোনালীনিউজ/আইএ

Link copied!