ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচারণা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সোমবার সকাল থেকে প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভোট প্রার্থনা করছেন। পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
শিবির, ছাত্রদল, অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা জিরো পয়েন্ট, শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের মন জয়ের জন্য তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
আগামী ১৫ অক্টোবর দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ১৫টি হলের জন্য পাঁচটি ভবনে মোট ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ওএমআর পদ্ধতিতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রতিটি রুমে গড়ে ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী ভোট প্রদান করবেন।
নির্বাচন সুষ্ঠু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব, নিরাপত্তা কর্মী, বিএনসিসি ও রোভার স্কাউট দায়িত্বে থাকবেন।
প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী জানিয়েছেন, ক্যাম্পাসে প্রবেশে আইডি কার্ড বাধ্যতামূলক এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভোট চলাকালীন সময় প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো নিরাপত্তাকর্মীও ভবনে প্রবেশ করতে পারবেন না।
এসএইচ
আপনার মতামত লিখুন :