ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবার সাধারণ শিক্ষার্থীদের নজর কাড়ছে সুন্নি মতাদর্শের অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল। বিশ্ববিদ্যালয়ের সুন্নি পরিবারের শিক্ষার্থীদের বড় একটি অংশ এই প্যানেলের দিকেই তাদের ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সরজমিনে দেখা যায়, শহীদ মিনার চত্বর ও বুদ্ধিজীবী চত্বরে প্যানেলের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এতে অংশ নেন ভিপি পদপ্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম ও এজিএস পদপ্রার্থী শহীদুল ইসলাম শাহেদ। অন্যান্য সম্পাদকীয় পদপ্রার্থীরাও প্রচারণায় অংশগ্রহণ করেন।
প্যানেলের প্রচারণা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ভিপি পদপ্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হতে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমরা চাই শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। শেষ মুহূর্তে প্রচারণায় ভালো সাড়া পাচ্ছি এবং আশা করি গ্রহণযোগ্য নির্বাচন হবে।
নির্বাহী সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সাব্বির রহমান বলেন, আমরা সর্বত্র পৌঁছানোর চেষ্টা করছি। আশা করি শিক্ষার্থীরা আমাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচনে জয় নিশ্চিত করবেন।
এর আগে, ৯ অক্টোবর অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল ১৬ দফা ইশতেহার ঘোষণা করেছে। এতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি, হল ও খাবারের মান উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি, কম্পিউটার ল্যাব স্থাপন, মানসিক স্বাস্থ্য সহায়তা, বৃত্তি বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
২১ সেপ্টেম্বর দুপুরে বুদ্ধিজীবী চত্বরে প্যানেল ঘোষণা করা হয়। সম্পাদকীয় পদে নির্বাচন করবেন খায়রুল আমীন হৃদয়, মুহাম্মদ ফয়সাল হোসেন, মুহাম্মদ এহছানুল হক, মুহাম্মদ ইমরান হোসাইন, এস এম আলী হোসাইন জিসান, মুহাম্মদ ইব্রাহীম রুবেল, জাকিয়া সুলতানা, মুরিদুল হাসান মুরাদ, সৈয়দা সুরাইয়া হোসাইন, জান্নাতুন নাঈম খুকি, মিফতাহুল জান্নাত, মুহাম্মদ তারেক হাসান, মুহাম্মদ জহির উদ্দীন, জুলহাসনাঈন সায়েম, ইসমাইল ফাহিম, মুহাম্মদ আল-মামুন, মুহাম্মদ ইমাম হোসাইন, মোহাইমিনুল কবির।
নির্বাহী সদস্য পদে দৌলতুল ইসলাম সাকলাইন, তাউছিফুর রহমান, হানিফ ইসলাম, মুহাম্মদ সাইদুল ইসলাম এবং মুহাম্মদ সাব্বির রহমান অংশগ্রহণ করবেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :