২০২৬ সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে যে তিন কারণে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:০৮ এএম
২০২৬ সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে যে তিন কারণে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। শিক্ষাক্রম বাতিল করে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর এবার পরীক্ষার সময়সূচি নিয়েই নতুন সংকট তৈরি হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের ছুটি—এই তিন কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে অন্তত তিন মাস পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী কার্যক্রম শেষ না হতেই শুরু হবে পবিত্র রমজান মাস। রোজা ও ঈদের সময় পাবলিক পরীক্ষা আয়োজন করা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা।

এসএসসি, এইচএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার বাস্তব সুযোগ নেই বলেই এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে।

রোববার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, “পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সময়সূচি নিয়ে আলোচনা চলছে, শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।”

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা দেরিতে শুরু হওয়া নতুন কিছু নয়। বিশেষ পরিস্থিতিতে আগেও একাধিকবার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। করোনাভাইরাস মহামারির সময় পরীক্ষায় বড় ধরনের ব্যত্যয় ঘটেছিল, সেখান থেকে ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরলেও এবার নির্বাচনের কারণে আবারও সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

গত কয়েক বছরের পরীক্ষার সময়সূচির দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়। ২০২০ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতো। তবে ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা শুরু হয় ১৪ নভেম্বর। ২০২২ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরে, ২০২৩ সালে এপ্রিলে। ২০২৪ সালে কিছুটা স্বাভাবিক হয়ে ফেব্রুয়ারিতে পরীক্ষা হলেও ২০২৫ সালে আবার পিছিয়ে ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়।

এদিকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। ফরম পূরণ চলবে ১০ জানুয়ারি পর্যন্ত এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। তবে পরীক্ষা শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে বোর্ডগুলোর সঙ্গে বৈঠক হতে পারে। সেখানে সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, “ঈদুল ফিতর মার্চের তৃতীয় সপ্তাহে। ঈদের ছুটি শেষে এপ্রিলের শুরুতে পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। তবে পুরো পরীক্ষা শেষ করে ঈদুল আজহার আগেই ফলাফলসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা যাবে কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে।”

সব দিক বিবেচনা করেই সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এম

Link copied!