৬ নেতাকে স্থায়ী বহিস্কার করলো কেন্দ্রীয় ছাত্রলীগ

  • চট্টগ্রাম প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৬, ১০:৩২ পিএম
৬ নেতাকে স্থায়ী বহিস্কার করলো কেন্দ্রীয় ছাত্রলীগ

চট্টগ্রাম: ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। বহিস্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বহিস্কৃতরা হলো- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. রকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম ও আরিফুল হক।

এস এম জাকির হোসাইন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকায় ছয়জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এ ধরণের সংগঠনবহির্ভূত কাজে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দিয়াজের মৃত‌্যুর পর ছাত্রলীগের কোন্দল এবং সংঘর্ষের ঘটনা তদন্তে চার কেন্দ্রীয় নেতা সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, সাকিব হাসান ও যুগ্ম সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল চট্টগ্রাম এসেছিলেন।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক আজিজুল ইসলাম ও আইন সম্পাদক আবু সাঈদকে মারধর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারীরা। চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত জেলা পুলিশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হওয়া দুজন সংগঠনটির কেন্দ্রীয় প্রয়াত সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইএম

Link copied!