বেরোবিতে বই মেলা শুরু হচ্ছে রোববার

  • নিজস্ব প্রতিবেদক, রংপুর | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৭, ০৫:৩৫ পিএম
বেরোবিতে বই মেলা শুরু হচ্ছে রোববার

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক চত্ত্বর প্রাঙ্গণে রোববার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বই মেলা।

রোববার সকাল ১০টায় প্রখ্যাত লেখক হায়দার বসুনিয়া মেলার উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন এবং রণনের আয়োজিত এই মেলা চলবে বুধবার পর্যন্ত। এতে দেশের খ্যাতিমান প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের এবং রংপুরের বিভিন্ন সংগঠন মেলায় অংশ নেবে।

আয়োজক সংগঠন গুনগুনের সভাপতি অধ্যাপক উমর ফারুক জানান, প্রথমদিন মেলা সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে বাকি তিন দিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলা চলাকালীন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!