ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৬:৩৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগ, ইসলামের ইতিহাস ও সংঙ্কৃতি বিভাগের আয়োজনে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলেজের লেকচার থিয়েটার হলে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে পিঠা উৎসব  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. হামজা মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক নূর মোহাম্মদ।

পিঠা উৎসবে প্রদর্শন করা হয়- নকশী পিঠা, ভাপা পিঠা, পাক্কন পিঠা, হুলদ পিঠা, নারকেল পুলি, চিরুনী পিঠাসহ ৭০ রকমের পিঠার। বাংলা বিভাগ ও ইসলামের ইতিহাস ও সংঙ্কৃতি বিভাগ পিঠা উৎসবটির আয়োজন করে।  

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!