‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদ

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০১৭, ০৬:০৩ পিএম
‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদ

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৮ মার্চ) সকালে কুষ্টিয়া শহরের থানা মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সিন্ডিকেট সভার সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে ভর্তি পরীক্ষা বহালের দাবি জানান এবং এ ব্যাপারে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ আসে উপাচার্যের কাছে। ওই অভিযোগের ভিত্তিতে গত ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ভর্তি বাতিলসহ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে এক শিক্ষক বরখাস্ত, দুই শিক্ষককে শোকজ, এক ছাত্রকে আজীবন বহিস্কার এবং দুই কর্মচারীকে সাময়িক বহিস্কার করা হয়।

সিন্ডিকেট সভায় ইবির ‘এফ’ ইউনিটের ভর্তি বাতিলের পর থেকে বিভিন্ন কর্মসুচী পালন করে আসছে ওই ইউনিটের শিক্ষার্থীরা।

এদিকে  উপাচার্যের সভাপতিত্বে ভর্তি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৬ মার্চ বাতিল ভর্তি পরীক্ষা নতুন করে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!