বিসিএসের আবেদনে এনআইডি বাধ্যতামূলক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০১৭, ০৫:৩৭ পিএম
বিসিএসের আবেদনে এনআইডি বাধ্যতামূলক

ঢাকা: জাতীয় পরিচিতি নম্বর (এনআইডি) ছাড়া কেউ বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন না। বৃহস্পতিবার (৮ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন, ৩৮তম বিসিএস থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। অনলাইনে আবেদন করতে বাধ্যতামূলকভাবে এনআইডি নম্বর লাগবে।

এনআইডি না থাকলে কি হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাতে তিনি বলেন, তাহলে আমি তার পরীক্ষা নিতে পারছি না। ১৮ বছরের নিচের কেউ তো পরীক্ষা দিচ্ছে না। ফর্মে শুধু নাম আর ছবি লাগিয়ে আবেদন করা হয়। কেউ যদি ছবি বদলে ফেলে আপনি তো তাকে চিনতে পারবেন না।

সাদিক বলেন, দুই হাজার একশ পদে নিয়োগ দিতে এ মাসেই ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ৩৮তম বিসিএস থেকেই পরীক্ষার্থীরা বাংলা ও ইংরেজিতে উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে-যোগ করেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!