ইবিতে শোক দিবসের র‌্যালী

  • ইবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৭, ০৩:৪৯ পিএম
ইবিতে শোক দিবসের র‌্যালী

ইবি: জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্দোগে শোক র‌্যালী এবং ইবি শিক্ষক সমিতি ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনীতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শোক র‌্যালীর নেতৃত্ব দেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। 

প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমন এবং কালো পতাকা উত্তোলন শেষে র‌্যালীটি অনুষদ ভবনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। ইবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন। পরে ইবি বঙ্গবন্ধু পরিষদের উদ্দোগে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!