ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আটক ৩

  • ঢাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০১:১৮ পিএম
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, আটক ৩

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বাইরের ৭০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষায় ২ হাজার ৩৬৩ আসনের বিপরীতে ৩২ হাজার ৭৪৯ আবেদনকারী অংশ নেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ১৪ শিক্ষার্থী।

এদিকে পরীক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী। তিনি গণমাধ্যমকে জানান, ফেসবুকের মাধ্যমে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে জালিয়াতির চেষ্টার অভিযোগে তিনজনকে বৃহস্পতিবার রাতে আটক করেছে প্রক্টরিয়াল টিম।  

পুলিশের সহায়তায় ওই চক্রের হোতাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোর বাইরে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ এবং ঢাকা কলেজ ও ইডেন কলেজ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা চলে।

এবারও পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!