রোহিঙ্গা গণহত্যা বন্ধে রাবি শিক্ষক সমিতির মানববন্ধন

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৬:২০ পিএম
রোহিঙ্গা গণহত্যা বন্ধে রাবি শিক্ষক সমিতির মানববন্ধন

রাবি: মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিধন বন্ধ এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘স্টপ জেনোসাইড এন্ড এথনিক ক্লিনজিং ইন আরাকান অফ মিয়ানমার’ ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার সরকার, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বক্কর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশে একটি রাজনৈতিক দল মানবিক এই বিপর্যয়কে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। সংকীর্ণ রাজনৈতিক মনোভাবের উর্ধ্বে রোহিঙ্গা সমস্যাটিকে জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!