ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি সাক্ষাতের নতুন সময়

  • ঢাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৭:২৪ পিএম
ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি সাক্ষাতের নতুন সময়

ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল রোববার(২২ অক্টোবর) অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাতকার স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া সাক্ষাতকার আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে বলে ঢাবি প্রশাসন জানিয়েছে।

ছবিতে নতুন সময়সূচি ও মেধাক্রম অনুযায়ী সময় দেয়া হলো। যা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার স্বাক্ষর করে নোটিস বোর্ডে টানিয়ে দিয়েছেন।

শনিবার (২১ অক্টোবর) বিকালে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে অনার্স প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের সাক্ষাতকারের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত নতুন সময় অনুযায়ী ‘খ’ ইউনিটের সাক্ষাতকার আগামী ২৯ অক্টোবর সকাল ৯.৩০ থেকে শুরু হবে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ‘খ’ ইউনিটের ফলাফল প্রকাশের সময় ঘোষিত ভর্তির সাক্ষাতকারের সময়সূচি অনুযায়ী ২২ অক্টোবর (রোববার) থেকে তা শুরু হওয়ার কথা ছিল। 

সোনালীনিউজ/আতা

Link copied!