বুয়েটের ভর্তি পরীক্ষায় ৩য় কুমিল্লার মাহদী

  • ঢাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৭, ০৪:৪১ পিএম
বুয়েটের ভর্তি পরীক্ষায় ৩য় কুমিল্লার মাহদী

ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছে কুমিল্লার মাহদী হাসনাত সিয়াম। সে কুমিল্লা সরকারি কলেজ থেকে এবার এইচ এস সি পাশ করে।  

চলতি বছর এইচ এস সি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়ের মধ্যেও সে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায়।

মাহদীর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। তার বাবার নাম বজলুর রহমান মিয়াজী। চার ভাই-বোনের মধ্যে মাহদী সবার ছোট।

নিন্নমধ্যবিত্ত পরিবারের সন্তান মাহদীর পিতা সামান্য বেতনে চট্টগ্রামে একটি কারখানায় চাকরি করেন। তাই তাদের সংসারে অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী । এ আর্থিক সংকটের মধ্যেও অনেক কষ্ট করে কুমিল্লায় মেসে থেকে পড়ালেখা করতো সে।   

বুয়েট ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করা মাহদী সোনালীনিউজকে জানান, এই ফলাফল অর্জনের পেছনে পিতা-মাতা এবং শিক্ষকের অবদান অনেক। তাদের সহযোগিতা না থাকলে এ ফলাফল অর্জন সম্ভব হতো না। সে কম্পিউটার সাইন্সে পড়তে চায় বলে সোনালীনিউজকে জানান।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!