এমপিওভুক্তির দাবি

সোমবার থেকে আমরণ অনশনে শিক্ষকরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০১৮, ০৪:৩২ পিএম
সোমবার থেকে আমরণ অনশনে শিক্ষকরা

ঢাকা : এমপিওভুক্তির দাবিতে আগামী সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের অপর পাশে অবস্থান কর্মসূচি থেকে বুধবার (২০ জুন) বিকালে এই ঘোষণা দেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার।

তিনি বলেন, ‘এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ১১ দিন ধরে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। এ নিয়ে আমরা ২৮ বার এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করেছি। আমরা আশা করেছিলাম ঈদের আগেই এমপিওভুক্ত করা হবে। কিন্তু বাস্তবে আমরা সেরকম কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।’

গোলাম মাহমুদুন্নবী জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০টায় জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের মাধ্যমে সব সংসদ সদস্যের কাছে স্মারকলিপি দেওয়া হবে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হবে। তিনি বলেন, ‘ঈদের ছুটি শেষে আগামী শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় প্রশাসনিক কাজ ছাড়া কোনো ক্লাস হবে না। ওই দিন আমরা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করব। রোববার দেখব, আমাদের বিষয়ে অগ্রগতি কী? যদি কোনো সুরাহা না হয়, তাহলে সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করব।’

মাহমুদুন্নবী বলেন, ‘একজন সাধারণ কর্মকর্তার আশ্বাসে অনশন প্রত্যাহার করায় অসন্তুষ্ট হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে আমরা এতে শঙ্কিত নই।’ তিনি আরো বলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিতে আমরা সন্তুষ্ট নই। তিনি এর আগেও আমাদের ২৬ বার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কোনোবারই বাস্তবায়ন হয়নি। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’ কুষ্টিয়ার মিরপুরের অঞ্জনগাছী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিল উদ্দীন বলেন, ‘আমার তিন ছেলেমেয়ে। তারাও স্কুলে যায়। তাদের এবং সংসার চালানোর খরচের পাশাপাশি আরো অনেক খরচ রয়েছে। ২০০০ সাল থেকে এক টাকাও বেতন পাইনি।’

টাঙ্গাইলের জামুরিয়া পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষক শারমিন নাহার কবিতা বলেন, ‘১১ দিন ধরে বাচ্চাদের রেখে এখানে আছি। বেতন না পেয়ে খুব মানবেতর জীবনযাপন করছি।’ লালমনিরহাটের পূর্ব ডাউয়াবাড়ী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর পর শিক্ষামন্ত্রী আশ্বাস দিলেন, কিন্তু বাস্তবায়ন কিছুই হলো না। তিন বছর ধরে শিক্ষকতা করি, এক টাকাও বেতন পাইনি। তাই দাবি আদায়ের আগ পর্যন্ত এখান থেকে উঠব না।’

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে টানা ওই অবস্থান ও অনশনের একপর্যায়ে চলতি বছরের ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে দাবি পূরণের আশ্বাস দেন। এরপর শিক্ষক-কর্মচারীরা কর্মসূচি স্থগিত করেন।

কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৭ জুন যে বাজেট প্রস্তাব করেন, সেখানে নতুন এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট কিছু বলা হয়নি। তাই ১০ জুন থেকে আবারো অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!