রাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ

  • রাবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৬:৫৬ পিএম
রাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কলা অনুষদভুক্ত এ-২ গ্রুপের পরীক্ষার মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শেষ হয়। এর আগে সোমবার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মাধ্যমে এ বছরের পরীক্ষা শুরু হয়। তবে ভর্তি পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশের সম্ভাব্য কোন তারিখ জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর মোট ৪ হাজার ৭০০ আসনের বিপরীতে প্রায় ৮৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। সোমবার ও মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট ১০টি শিফটে ৫টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি দেওয়ার ঘটনা না ঘটলেও মঙ্গলবার সকালেই প্রক্সি দিতে এসে আটক হয় মনসুর নামের সাবেক শিক্ষার্থী। তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ ধারা মোতাবেক খ নং উপধারায় তাকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. রনি খাতুনের আদালত এ দণ্ডাদেশ দেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অতি দ্রুত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করবে প্রশাসন।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, বিষয় ও হল নির্বাচন, মাইগ্রেশনসহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.ru.ac.bd) পাওয়া যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Link copied!