পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০১৯, ০২:২৬ পিএম
পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীরা ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায়।

সোমবার (১৮ মার্চ) দুপুরে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন গান ও শিল্পের মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকে।

রাষ্ট্র বিজ্ঞানের ২য় বর্ষের ছাত্র  মুকিত উল আলক বিডি মর্নিংকে জানায়, আমরা বিশ্বাস করি শিল্প এবং সাংস্কৃতিক মাধ্যমে প্রতিবাদ করার যায়। তাই আমরা উপাচার্যের কার্যালয়ের সামনে শিল্পের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় চারুকলা বিভাগের শিক্ষার্থী সিয়ামকে প্রতিবাদী গানের মাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা যায়। সে বলে, আমি ভোটের দিন ভোট দিতে গিয়ে নানা সমস্যা সম্মুখীন হয়েছিলাম তাই গানের মাধ্যমে আমার প্রতিবাদ প্রকাশ করছি।

তিনি আরো জানান, আমি কোনো প্যানেলের বা দলের না। আমি একজন সাধারণ ছাত্র।

রাষ্ট্র বিজ্ঞান, ছাত্রী ১ম বর্ষের শিক্ষার্থী আনিকা আনঝুম বিডিমর্নিংকে বলেন, আমরা রাজনৈতিক আন্দোলন পাশাপাশি একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস একটি সাংস্কৃতিক আন্দোলন পরিবর্তন করে দিতে যে কোনো আন্দোলনের গতি পথ।

এদিকে নির্বাচন বাতিলসহ পাঁচ দফা দাবিতে চলছে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও। তবে এতে শিক্ষার্থীদের তেমন সাড়া পাওয়া যায়নি। অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে।

ভিসির কার্যালয়েরর সামনে অনুষ্ঠিত বিক্ষোভে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর বলেন, গত ১১মার্চ যে কারচুপির নির্বাচন হয়েছে আমরা সে নির্বাচন প্রত্যাখ্যান করছি। এ নিবাচন ছিল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তামাশা। আমরা অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনঃতফসিল দাবি করছি। এসময় তিনি ভিসিসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের পদত্যাগ দাবি করেন।

নির্বাচন বর্জনকারী পাঁচটি প্যানেল হলো- কোটা সংস্কার আন্দোলন, প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!