আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে অ্যাশেজের গান

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৩:২১ পিএম
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে অ্যাশেজের গান

ঢাকা : দীর্ঘ বিরতির পর গত ৫ ডিসেম্বর ‘অ্যাশেজ বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজের অন্তঃসারশূন্য অ্যালবামের দ্বিতীয় গান ‘উড়ে যাওয়া পাখির চোখে’।

গানটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে। গানটি ইউটিউবে আপলোড করার পর মাত্র ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজারের বেশিবার শোনা হয়েছে।

এ প্রসঙ্গে অ্যাশেজ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, আমরা বিশ্বাস করি কিংবদন্তির কখনো মৃত্যু হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম তিনি গানের মাধ্যমে সবার অন্তরে বেঁচে থাকবেন।

তিনি আরো বলেন, ‘বেঁচে থাকার দীপ্তশিখা নিভে গেলে পুনরায় আগুন জ্বালাবার জন্য নিজের ভেতর যে জেদটুকু থাকা জরুরি, তা এই গানের উপজীব্য বিষয়। আশা করছি গানটি আমাদের ভক্ত ও শ্রোতাদের ভালো লাগবে।

যাত্রা শুরুর পর ব্যান্ডটি ১০ বছর পার করেছে। ব্যান্ডটির প্রথম অ্যালবামের নাম ছিল ছারপোকা। অ্যালবামটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!