সাবেক প্রেমিকা সুবাহ

এটা নাসিরের কর্মের ফল

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০১:০০ পিএম
এটা নাসিরের কর্মের ফল

ঢাকা : ক্রিকেটার নাসিরের বিয়ে নিয়ে তোলপাড়ে নতুন মাত্রা যোগ করেছেন তার সাবেক প্রেমিকা দাবিদার মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা।  কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করে এমনিতেই বিপাকে আছেন নাসির।  সেখানে সাবেক প্রেমিকা সুবাহ ফেসবুক লাইভে এসে নবদম্পতিকে বিষোদগার করছেন।  

তামিমা সাবেক স্বামী রাকিব হাসানকে ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করার বিষয়টিকে সুবাহ দেখছেন তার (নাসির) কর্মের ফল হিসেবে।

নাসিরের সাবেক এই প্রেমিকা মঙ্গলবার ফেসবুক লাইভে বলেন, তামিমা যে এতোটা খারাপ আমি জানতাম না। কতটা খারাপ মহিলা হলে ৮ বছরের বাচ্চাকে রাস্তায় ফেলে এসে নাসিরের টাকা দেখে তাকে বিয়ে করতে পারে!

নাসিরের বউ এই তামিমাকে রাস্তায় পেলে আমি জুতা পেটা করবো। আমি তো মনে করি নাসির ও তামিমাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরানো উচিত।  না হলে ওদের আগুন দিয়ে পুড়িয়ে মারা উচিত।'

নাসিরের সঙ্গে সঙ্গে তামিমার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন সুবাহ।  বলেন, শুধু তামিমা না, অনেক মেয়ের সঙ্গেই নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। এতো ভালো ভালো মেয়েদের সঙ্গে প্রেম করে নাসিরের জীবনে একটা ... মেয়ে জুটেছে।  ... চরিত্রের এক মেয়েকে বিয়ে করেছে। তাকে নিয়ে লাইভে এসে নাচানাচি করছে। নাসিরের কাছের মানুষ আমাকে বলেছে, তামিমা নাসিরকে বিয়ে করেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। নাসির তো লোভী, লোভ দেখিয়েই তাকে বিয়ে করেছে। এটা নাসিরের কর্মের ফল। এই নাসির ৮০-৯০টা মেয়ের জীবন নষ্ট করেছে। এখন তার কপালেই নষ্ট মেয়ে জুটিছে।'

এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তামিম।  পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে বিয়েটাও করে ফেলেন।  বিয়ের সপ্তাহ না গড়াতেই রাকিব হাসান নামে এক যুবক নাসিরের স্ত্রীর নামে জিডি করেন।  রাকিবের অভিযোগ নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে।  নাসিরকে বিয়ের আগে তামিমা রাকিবকে ডিভোর্স দেননি।  ওই সংসারে তাদের ৮ বছরের কন্যাসন্তান রয়েছে।  

এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আলোচনা সমালোচনা তখন সেটিতে নতুন মাত্রা যোগ করেন নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ।

সোনালীনিউজ/এমটিআই

 

 

Link copied!