১৪ এপ্রিল থেকে বন্ধ থাকবে সিনেমা হলও

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৯:৫৯ পিএম
১৪ এপ্রিল থেকে বন্ধ থাকবে সিনেমা হলও

ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী আগমী ১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এই ঘোষণার প্রতি একাত্মতা জানিয়ে ১৪ তারিখ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত হল মালিক সমিতি।

শনিবার (১০ এপ্রিল) হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাভাবিক কারণে আমরা সিনেমা হলগুলো আপাতত বন্ধ রাখছি। এখন বিকাল ৫টা পর্যন্ত হল খোলা রয়েছে। পুরোপুরি স্বাস্থ্য বিধি মানা হচ্ছে। কিন্তু ১৪ তারিখ থেকে টোটালি সব হল বন্ধ রাখা হবে।

শুধু ঢাকাই চলচ্চিত্র নয়, হলিউড-বলিউড, টলিউড থেকে শুরু করে সব জায়গাতেই করোনাভাইরাসের প্রভাব পড়েছে। বন্ধ রাখা হয়েছে শুটিং। দেশের কয়েকটি সিনেমার শুটিংও বাতিল করা হয়েছে। এছাড়া সিনেমা মুক্তির তারিখও পিছিয়ে দিচ্ছেন প্রযোজকরা। 

সোনালীনিউজ/এমএইচ

Link copied!