বাপ্পা ও ইমরানের ‘আধেক তুমি’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৬, ০৬:১৫ পিএম
বাপ্পা ও ইমরানের ‘আধেক তুমি’

বাপ্পা এবং ইমরান। দুই প্রজন্মের সেরা দুজন সংগীশিল্পী। এবারই প্রথম এক হলেন তারা। গাইলেন একই অ্যালবামে। আসছে ঈদে নতুন চমক নিয়ে আসছে বাপ্পা মজুমদার ও ইমরান মাহমুদুল-এর ‘আধেক তুমি’ নামের অ্যালবামটি।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই অ্যালবামটিতে থাকছে ছয়টি মেলোডিয়াস গান। তিনটি করে গান গেয়েছেন দুজনে। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ ও সুমন কল্যাণ। গান লিখেছেন দুই গীতিকবি সোমেশ্বর অলি ও শরীফ বিরজান।

অ্যালবাম নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ইমরান সব মিলিয়ে দারুণ। একই অ্যালবামে দুজনে এবারই প্রথম গাইলাম। যদিও সুর-সংগীত দুজনের কেউই করিনি। তবে সে আশাও বাঁচিয়ে রাখলাম। আশা করছি, এবারের গানগুলো ভালো লাগবে শ্রোতাদের।

একই বিষয়ে হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল বলেন, বাপ্পা দা অনেক বড় মাপের মিউজিশিয়ান। জানি না কে কী বলবে, তবে আমার চোখে তিনি একজন কিংবদন্তিতুল্য। তার সঙ্গে একই অ্যালবামে গান গাইতে পারা আমার জন্য অনেক আনন্দের। 

‘আধেক তুমি’ অ্যালবামে স্থান পাওয়া গানের শিরোনামগুলো হচ্ছে, মন খারাপের দেশে, হাওয়া তোমার, সন্ধ্যাতারা, এক চিলতে, ফাল্গুনি ফুল এবং আধেক তুমি। 

প্রযোজনা সংস্থা সিএমভি বলছে, ঈদ উপলক্ষে অ্যালবামটি ডিজিটাল ফরম্যাটে এবং অ্যালবাম আকারে প্রকাশ পাচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Link copied!