‘বাংলা সংগীতকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করতে চাই’

  • শব্দনীল | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৫:৪০ পিএম
‘বাংলা সংগীতকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করতে চাই’

ছবি : সংগীত শিল্পী শাহ এমরান ‘সান’

ঢাকা : শাহ এমরান । সংগীত জগতে পরিচিতি সংক্ষেপে ‘সান’ নামে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ভালবাসার জন্য তৈরি হয়েছে অনেক গুণগ্রাহী। নজরুল সংগীতের ওপর ছায়ানটে তালিম নিয়েছেন তিনি। ‘স্বপ্নভেলা’ শিরোনামের মিক্স অ্যালবামে ২০১৪-তে প্রথম মৌলিক গানে কণ্ঠ দেন সান। 

সম্প্রতি সাংবাদিক এবং গীতিকবি নাজমুল হক ইমনের লেখা ‘তুই আমারই’ শিরোনামের রোমান্টিক ঘরানার গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমান সময়ের বিভিন্ন ব্যস্ততা নিয়ে সান মুখোমুখি হয়ে ছিলেন ‘সোনালী নিউ-এর। 

সোনালী নিউজ : নজরুল সংগীত চর্চার ইচ্ছাটি কি করে বাসা বাঁধলও নিজের ভেতর- 

সান : ছোটবেলা বাবার টেপ রেকর্ডারে প্রচুর নজরুল সংগীত শুনতাম। যখন শাস্ত্রীয় সংগীত শেখা শুরু  করি তখন নজরুল সংগীতের প্রতি ভালবাসা আরও বেড়ে যায়। নজরুল সংগীতে কণ্ঠের  অলংকারের কাজগুলো শুনতে ভালোলাগা থেকেই নজরুল সংগীতকে ভালোবাসা...

সোনালী নিউজ : শৈশব থেকে আপনি বিভিন্ন মঞ্চ মাতায়িছেন। এমন কোনও স্মৃতি আছে, যা এখনও আপনাকে আনন্দ দেয় -

সান : বেশ কয়েক বছর আগে আজিমপুর অগ্রণী স্কুল কলোনির মাঠে ‘পহেলা বৈশাখ’ অনুষ্ঠানের আয়োজনে সংগীত পরিবেশন করা অবস্থায় হঠাৎ একজন শ্রোতা স্টেজে উঠে জড়িয়ে ধরে কান্না করেন। এই স্মৃতিটা  কখনই ভোলার নয়...

সোনালী নিউজ : সংগীতে ক্যারিয়ার তৈরি করতে পরিবারের কার কাছ থেকে প্রথম সমর্থন পেয়েছেন -

সান : পরিবারের ভেতর বাবার প্রচুর সাপোর্ট ছিল। না হলে আমি সংগীত নিয়ে এগিয়ে চলতে পারতাম না।  আমার চোখে বাবাই প্রথম সমর্থক...

সোনালী নিউজ : ‘সান স্টুডিও’ থেকে ‘তুই আমারই’ গানটি সম্পর্কে জানতে চাই-

সান : ‘তুই আমারই’ গানটি সম্বন্ধে বলতে গেলে প্রথমেই গানটির গীতিকার  ‘ইমন নাজমুল’ এবং ভিডিও নির্মাতা ‘তালহা বিন পারভেজ সোহান’ এই দু’জন মানুষের নাম বলতে হয়। ‘সান স্টুডিও’ কৃতজ্ঞ এমন একটি রোমান্টিক গানের দায়িত্ব পেয়ে। গানটিতে কণ্ঠ,সুর এবং সংগীত আয়োজন আমারই করা। কাজটি খুব কঠিন ছিল। সুফি এবং মেলোডি এই দুই ঘরানার সুরের মিশ্রণে গানটি তৈরি করার চেষ্টা করেছি। আশা রাখি গানটি শ্রোতা প্রিয় হয়ে উঠবে।
 

সোনালী নিউজ : কোন কোন কাজ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত আছেন -

সান : আলহামদুলিল্লাহ্‌ বেশ কিছু নাটকে গানের সুর এবং সংগীত আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছি । এভাবেই যেন ব্যস্ত থাকতে পারি সেই দো’আ রাখবেন আপনারা...

সোনালী নিউজ : ‘সান স্টুডিও’র ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই -

সান : বাংলা সংগীতকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করতে চাই। এই চাওয়াই ‘সান স্টুডিও’- এর লক্ষ্য। শ্রদ্ধা এবং ভালবাসা আপনাদের সকলের প্রতি।

Link copied!