হাউমাউ করে কাঁদলেন, কাঁদালেন রিয়াজ (ভিডিও)

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ১২:২৫ পিএম
হাউমাউ করে কাঁদলেন, কাঁদালেন রিয়াজ (ভিডিও)

ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে এফডিসিতে।

ঝিমিয়ে পড়া সিনেপাড়া এখন লোকে লোকারণ্য, হইচই চারিদিকে।

আর এমন হৈহুল্লোড়ের পরিবেশকে কিছু সময়ের জন্য স্তম্বিত করে দিল চিত্রনায়ক রিয়াজের কান্না।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনকে নিয়ে কথা বলতে গিয়ে এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে অনেকটা হাউমাউ করে কাঁদেন রিয়াজ।

কাঁন্নারত অবস্থায় জনপ্রিয় এ নায়ক বলতে থাকেন, ‘ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।’

এ সময় রিয়াজের পেছনে ভোটাধিকার হারানো প্রায় ৫০ জন শিল্পী তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

কেন এমন করে কাঁদলেন রিয়াজ? জবাবে এ নায়ক বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। এই গানটি যখন বাজছিল, তখন সত্তরঊর্ধ্ব একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন। আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সেজন্য কান্না থামাতে পারিনি।’  

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে লড়ছে দুটি প্যানেল। ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান।  কাঞ্চন-নিপুণ প্যানেলের অধীনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন রিয়াজ।  

সোনালীনিউজ/এমটিআই

Link copied!