দাদাসাহেব ফালকে পুরস্কারের বিচারক রুনা লায়লা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৬, ১১:৩৭ এএম
দাদাসাহেব ফালকে পুরস্কারের বিচারক রুনা লায়লা

বিনোদন ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কারের জুরি বোর্ডের বিচারক পদে দায়িত্ব নিচ্ছেন।
দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা। প্রতি বছর একজনকে এ পুরস্কারে ভূষিত করা হয়। বিজয়ী নির্বাচন করে জুরি বোর্ড। এই বোর্ডে এবার বিচারক মনোনীত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। 
১৬ জানুয়ারি দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে রুনাকে বলা হয়েছে, ‘আপনার দীর্ঘ সংগীত জীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে।’ 
চিঠিতে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনটির ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকার।
এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘আমি জুরি সদস্য হতে সম্মতি জানিয়েছি। বাংলাদেশি শিল্পী হিসেবে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়াটা আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে।’
১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রূপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হবে ৩০ এপ্রিল।
২৪ জানুয়ারি কলকাতায় এক কনসার্টে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন রুনা লায়লা। এর দুই দিন পর ঢাকায় ফিরবেন তিনি।
সোনালীনিউজ/আমা

Link copied!