সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৯, ২০১৬, ০৫:১৪ পিএম
সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র

অর্ধশতাব্দীর বেশি সময় ধরে সঙ্গীতাঙ্গনে সুনামের সঙ্গে গান করছেন সৈয়দ আব্দুল হাদী। তার বর্ণাঢ্য সঙ্গীতজীবন সাফল্যের পালকে মোড়া। নানারকম অভিজ্ঞতার মধ্যদিয়ে এগিয়েছেন তিনি। এবার গুণী এই শিল্পীর ব্যক্তি ও কর্মজীবন ধরা পড়েছে ক্যামেরায়। অচিরেই আলোর মুখ দেখছে সৈয়দ আব্দুল হাদীর জীবননির্ভর প্রামাণ্যচিত্র।

ঢাকা ক্লাবে আগামীকাল সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রকাশ হবে সৈয়দ আব্দুল হাদীর প্রচলিত-অপ্রচলিত ৪৫টি গানের চারটি অ্যালবাম। এ অনুষ্ঠানে ‘দ্য লেজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ শীর্ষক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘এর আগে অনেকেই এ ধরনের প্রমাণ্যচিত্র নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রাজি হইনি। কারণ আমি মনে করি, প্রামাণ্যচিত্র হওয়ার মতো যোগ্যতা আমার নেই। বাংলাঢোল আমার ৪৫টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছে। এরই অংশ হিসেবে প্রামাণ্যচিত্রটিও ওরা তৈরি করেছে। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি সন্তুষ্ট।’

বাংলাঢোলের প্রযোজনায় নির্মিত ৩৫ মিনিট ব্যাপ্তির এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। তিনি বলেন, ‘প্রামাণ্যচিত্রটিতে কিংবদন্তি এই শিল্পীর অনেক অজানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। কাজ করতে গিয়ে মনেই হয়নি একজন বয়সী কিংবা কিংবদন্তির সঙ্গে আছি। তিনি অসাধারণ একজন মানুষ।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Link copied!