নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে গঠনের দাবিতে সাধারণ মানুষের আন্দোলনের সঙ্গে এবার একাত্মতা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ হিসেবে পরিচিত এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন— ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’
বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। পোস্টের নিচে অসংখ্য ভক্ত ও নোয়াখালীর মানুষ মন্তব্য করে পলাশের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন এবং আন্দোলনে তার অবস্থানকে স্বাগত জানান।
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের সন্তান পলাশ শুধু অভিনেতা নন, একজন সংস্কৃতিকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে নিজ জেলার সঙ্গে যুক্ত। তিনি নাট্যাঙ্গনে নিজের অভিনয় দক্ষতা ছাড়াও পরিচালনায়ও রেখেছেন সক্রিয় ভূমিকা। একক ও ধারাবাহিক মিলিয়ে তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় ৮০টি ছাড়িয়েছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে তার প্রশংসনীয় কাজ।
সম্প্রতি নোয়াখালীর বিভিন্ন উপজেলা জুড়ে বিভাগ গঠনের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি চলছে। এই প্রেক্ষাপটে পলাশের মতো তারকা শিল্পীর সরব অবস্থান আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
এম
আপনার মতামত লিখুন :