আমার লোভ কম, চাই না কারও মন ভেঙে যাক: সালমা

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১২:৪৬ পিএম
আমার লোভ কম, চাই না কারও মন ভেঙে যাক: সালমা

মৌসুমী আক্তার সালমা

জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। স্টেজ শো, নতুন গান, পারফরম্যান্স—সব মিলিয়ে তার সময় যেন দম ফেলার সুযোগ নেই। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কখনো আবার বিদেশ—গান নিয়েই ছুটে চলা এই শিল্পীর। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমা বলেন, সপ্তাহের শুরুতে কক্সবাজারে শো করেছি। গতকাল (৭ অক্টোবর) ছিল ঢাকায়, আগামীকাল আছি নন্দন পার্কে। এরপর কুড়িগ্রাম, কুষ্টিয়া, আবার কক্সবাজার ও ঢাকা—চলছেই।

তবে শারীরিক দিকটাও মাথায় রাখেন তিনি। বলেন, ‘গলারও তো বিশ্রাম দরকার। এজন্য সব শো নিতে পারছি না। নইলে সপ্তাহের সাত দিনই শো করতাম।’

বর্তমানে অনেক শিল্পী যেখানে শো না পাওয়ার অভিযোগ করছেন, সেখানে সালমার ধারাবাহিক কাজ দেখে অনেকেরই ঈর্ষা হতে পারে।

এ প্রসঙ্গে সালমা বলেন, ‘আমি গান ছাড়া কিছু ভাবিনি। দলাদলি, রাজনীতি এসবের বাইরে ছিলাম সব সময়। শিল্পীদের উচিতই নিরপেক্ষ থাকা। ১৮ কোটি মানুষের ভালোবাসা পাওয়া চাট্টিখানি কথা নয়। আমি চাই না, কারও মন ভেঙে যাক।’

তিনি আরও জানান, বিভিন্ন সময় তাকে রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করা হলেও তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছেন। গায়িকা বলেন, ‘যোগ্যতা ছিল, আইন নিয়ে পড়াশোনা করেছি। রাজনীতির অনেক কিছু বুঝি। কিন্তু তবুও সরে এসেছি। কারণ, আমার লোভ কম। আমি শুধু গানটাই ভালোবাসি।’

একসময় তাকে চলচ্চিত্রে নায়িকা হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু তাতে মন বসেনি তার। তিনি বলেন, ‘গানকেই বেছে নিয়েছি। নাম, যশ বা পর্দার গ্ল্যামার আমাকে টানেনি।’

এম

Link copied!