জেলে যাওয়ার আগমুহূর্তটা আমার জীবনের সবচেয়ে অসহায় সময় ছিল: পরীমণি

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৯:৫৭ এএম
জেলে যাওয়ার আগমুহূর্তটা আমার জীবনের সবচেয়ে অসহায় সময় ছিল: পরীমণি

আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও উঠে এলেন আলোচনায়—তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার ব্যক্তিজীবনের অতীত। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জীবনের অন্যতম কঠিন সময়, বিশেষ করে জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

২০২১ সালের ৫ আগস্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হন পরীমণি। সেই সময়ের দুঃসহ অভিজ্ঞতা আজও তাকে নাড়া দেয়। সাক্ষাৎকারে ফিরে যান সেই দিনটির কথায়।

পরীমণি বলেন, ‘জেল যাওয়ার আগের মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে অসহায় সময় ছিল। আমার নানাভাই, আমার পোষা কুকুর পুটু, আমার বন্ধুবান্ধব—সবার সামনে থেকে আমাকে সরিয়ে নেওয়া হচ্ছিল। পুটু শুধু চিৎকার করছিল, কিন্তু আমি তাকে কিছুই বুঝাতে পারছিলাম না। আমার নানাভাই জায়নামাজে বসে ছিলেন—আমি কীভাবে বলি, তার নাতনিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাও মাদক মামলায়! এটা বলা তো অসম্ভব।’

নিজের মনের অবস্থা তুলে ধরে তিনি আরও বলেন, ‘তখন মনে হচ্ছিল আমি যেন দেশান্তরী হচ্ছি। আমার সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ওই সময়টা আমার জীবনে গভীর ছায়ার মতো।’

অতীতের আলো-ছায়ার বাইরে এসে বর্তমানে পরীমণি ব্যস্ত সময় পার করছেন শোবিজ ও ব্যবসা নিয়ে। অভিনয়ের পাশাপাশি তিনি মন দিয়েছেন উদ্যোক্তা হিশেবে নিজেকে গড়ে তুলতে। চলতি বছরের শুরুতে ‘বডি’ নামে একটি অনলাইনভিত্তিক ব্র্যান্ড চালু করেছেন তিনি। এই ব্র্যান্ডে মূলত মাতৃত্বকালীন ও নবজাতকের প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করা হচ্ছে।

পরীমণি জানান, ‘এই উদ্যোগের মাধ্যমে আমি শুধু ব্যবসা করছি না, বরং নতুন মায়েদের পাশে থাকার চেষ্টা করছি। কারণ, মাতৃত্ব যেমন আনন্দের, তেমনই অনেক চ্যালেঞ্জেরও।’

অতীতের কঠিন অধ্যায় পেছনে ফেলে বর্তমানে স্বস্তির নিশ্বাস ফেলছেন ঢাকাই সিনেমার এই গ্ল্যামারাস তারকা। তার কথায়, ‘জীবন অনেক রঙের, কিছুটা অন্ধকার থাকলেও আলো ফিরে আসেই।’

এম

Link copied!