শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস

‘স্ক্রিনে একজন মানুষ যতটা রোমান্টিক, বাস্তবে ততটাই আনরোমান্টিক’

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১০:৩৬ এএম
‘স্ক্রিনে একজন মানুষ যতটা রোমান্টিক, বাস্তবে ততটাই আনরোমান্টিক’

ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন ঘিরে জমকালো আয়োজন হয়ে গেল ১১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানীর এক স্টুডিওতে। দেশের শীর্ষ বিনোদন সাংবাদিকদের আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো পরিবেশ। কেক কাটা, আড্ডা, হাস্যরস আর স্মৃতিচারণায় রঙিন হয়ে ওঠে এই বিশেষ দিনটি।

জন্মদিনের এই মুহূর্তে ফিরে এলেন অপু বিশ্বাস তার অতীতের নানা অধ্যায়ে—বিশেষ করে শাকিব খানকে ঘিরে নানা স্মৃতি তুলে ধরলেন অকপটে।

জন্মদিনে শাকিব খানের কাছ থেকে উপহার পেতেন কি না—এই প্রশ্নে হেসে ফেলেন অপু। স্মিত হাসিতে বললেন, সে তো নিজের জন্মদিনই মনে রাখত না! আমরা কেক কাটতাম, সে এসে বলত—‘ডায়েট করছি, এত খাবার কেন!’ একসময় সালোয়ার কামিজ বা কসমেটিকস গিফট দিত, কিন্তু পরে আর মনে রাখত না।

এই কথায় অপু যেন একদিকে মজার ছলে বললেন, অন্যদিকে প্রকাশ করলেন অতীতের ছোট ছোট অভিমান।

শাকিবের স্বভাব নিয়ে আরও বলেন, স্ক্রিনে যাকে আমরা রোমান্টিক হিরো দেখি, বাস্তবে সে একেবারেই আনরোমান্টিক। তবে সে সবসময় মানুষকে হাসাতে ভালোবাসে। আমি তখন রোমান্টিক-আনরোমান্টিক বুঝতাম না, তাই খুব একটা খেয়াল করতাম না।

অপু বিশ্বাসের এই মন্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও মৃদু হাসির সুর বয়ে যায়।

জন্মদিনে একটি উইশ করার সুযোগ পেলে কী চাইবেন—এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, আমার সব ইচ্ছের কেন্দ্রে এখন আমার সন্তান। আমি চাই, সে যেন ভালোবাসা দিয়ে ভালোবাসা পেতে শেখে। আমি যেন একজন সফল মা হতে পারি, তার যাত্রাপথে পরিপূর্ণভাবে পাশে থাকতে পারি।

আয়োজন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমার সন্তানের পর সবচেয়ে স্পেশাল। আজকের এই আয়োজন আমার জীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে।

এম

Link copied!