ফাইল ছবি
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ রিপন মিয়া নতুন এক বিতর্কে জড়িয়েছেন। একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, তিনি গোপনে বিয়ে করেছেন এবং দুই সন্তানের জনক। তবে এ বিষয়ে মুখ খুলে রিপন জানিয়েছেন, যাকে স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে তার ভাবি।
‘রিপন ভিডিও’ নামে সামাজিক মাধ্যমে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর নিজেকে এখনো অবিবাহিত দাবি করেন। কিন্তু তার গ্রামের বাড়িতে গিয়ে কথা বলে প্রতিবেদক জানতে পারেন, বহু আগেই পারিবারিকভাবে বিয়ে দিয়েছিলেন রিপনের মা-বাবা। তাদের বক্তব্য অনুযায়ী, রিপনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রিপনের মা জানান, তারা কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন, কিন্তু এখন ছেলে পরিবারের দায়িত্ব নিচ্ছে না। মা বলেন, রিপন আলাদা বাড়িতে থাকে, ভরণপোষণও দেয় না। তবুও মা হিসেবে ছেলের জন্য দোয়া করেন।
রিপনের বাবা জানান, প্রথম দিকে ভিডিও বানানোর কাজে ছেলেকে সহযোগিতা করেছিলেন তিনি। কিন্তু এখন ছেলের কাজকর্ম পছন্দ করেন না, ভিডিওও দেখেন না।
এদিকে, বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে রিপনের বক্তব্য প্রচার হয়— সেখানে তিনি বলেন, যাকে স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে তার ভাবি। তিনি দাবি করেন, বিয়ে করেননি এবং পারিবারিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত নয়।
প্রতিবেদন প্রচারের পরদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন রিপন। তিনি অভিযোগ করেন, অনুমতি ছাড়া তার বাসায় প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করা হয়েছে। তিনি লিখেন, এমন ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের অধিকার কারও নেই।
কয়েক বছর আগে ছোট ভিডিও বানানো শুরু করলেও সম্প্রতি হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠেন রিপন। বিজ্ঞাপন, চলচ্চিত্র প্রচারণা ও বিভিন্ন ইভেন্টে তার উপস্থিতি বেড়েছে। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও নিজের অতীত ও পরিবারকে অস্বীকার করার অভিযোগে তার নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
এসএইচ
আপনার মতামত লিখুন :