অসামাজিক কার্যকলাপ আমার সঙ্গে যায় না, তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম: শাকিল খান

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১২:৪৫ পিএম
অসামাজিক কার্যকলাপ আমার সঙ্গে যায় না, তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম: শাকিল খান

শাকিল খান

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে বাংলা চলচ্চিত্রের রোমান্টিক নায়কদের তালিকায় অন্যতম ছিলেন শাকিল খান। অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছলেও হঠাৎ করেই তিনি চলচ্চিত্র জগত থেকে সরে দাঁড়ান। দীর্ঘদিন পর, অবশেষে ভক্তদের বহুদিনের এক প্রশ্নের উত্তর মিলল—কেন হারিয়ে গেলেন শাকিল খান?

সম্প্রতি সিজেএফবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ সম্মাননা নিতে গিয়ে নিজেই মুখ খুললেন এই নায়ক। অনুষ্ঠানে তিনি বলেন, আমার পরিবার সংস্কৃতিমনা। কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে কিছু অসামাজিক ও ভালগার প্রবণতা বাড়ছিল, তখন তা আমার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। তাই আমি নিজেকে স্বেচ্ছায় গুটিয়ে নিয়েছিলাম।

মাত্র এক দশকেরও কম সময় কাজ করেও বাংলা সিনেমায় শাকিল খান রেখে গেছেন অম্লান ছাপ। শাবনূর, পপি, মৌসুমী, পূর্ণিমাদের সঙ্গে তার জুটি ছিল সুপারহিট। 'তোমার জন্য পাগল', 'আমার হৃদয় তুমি', ‘হৃদয়ের বাঁশি’সহ অনেক সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

তবু এই জনপ্রিয়তার মাঝেই হঠাৎ আড়ালে চলে যাওয়া—ভক্তদের মনে বহুদিন ধরেই কৌতূহল জাগিয়ে রেখেছিল।

বর্তমান চলচ্চিত্রের দৃশ্যপট নিয়ে আশাবাদ ব্যক্ত করে শাকিল খান বলেন, এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, নির্মাণেও পরিণত ভাব এসেছে। দর্শক যদি সিনেমা হলে ফিরে আসে, তাহলে আবারও বাংলা চলচ্চিত্রের সোনালি দিন ফিরবে।

তবে পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তিনি—সিনেমা হলের সংকট।

শাকিল খান বলেন, অনেক হলে এখন মার্কেট, কমিউনিটি সেন্টার হয়েছে। অনুরোধ করব, অন্তত একটি ছোট থিয়েটার হলেও রাখুন প্রতিটি এলাকায়। যেন গ্রামের মানুষও বড় পর্দায় সিনেমা দেখতে পারে।

এম

Link copied!