বিজয়কে বিয়ে করছেন রাশমিকা, জানালেন আসল কারণ

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৭:৫৪ পিএম
বিজয়কে বিয়ে করছেন রাশমিকা, জানালেন আসল কারণ

ফাইল ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা দীর্ঘদিন ধরে সম্পর্ক করছেন বিজয় দেবরকোন্ডার সঙ্গে। অক্টোবর মাসে জানা যায়, তারা আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে দুজনেই এখনো প্রকাশ্যে সম্পর্ক বা বিয়ের বিষয় নিয়ে সরাসরি কিছু বলেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা প্রকাশ করেছেন কেন বিজয়কে তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তিনি বলেন, তার জন্য এমন একজন সঙ্গী গুরুত্বপূর্ণ যিনি জীবনের গভীর দিকগুলো বুঝতে পারেন, পাশে দাঁড়াতে জানেন এবং প্রয়োজনে তার জন্য লড়াই করতে পারেন।

রাশমিকা জানান, ‘যদি আগামীকাল আমার বিরুদ্ধে কোনো যুদ্ধ হয়, আমি চাই সেই মানুষ আমার পাশে লড়াই করবে। তার জন্য জীবন উৎসর্গ করতে আমি প্রস্তুত।’ এই আবেগময় মন্তব্য ভক্তদের মধ্যে রোমাঞ্চ ছড়িয়েছে।

সাক্ষাৎকারে রাশমিকা ‘কিল, ম্যারি, ডেট’-এ অংশ নেন এবং বলেন, তার চিরন্তন ভালোবাসা হল অ্যানিমে চরিত্র নরুটু। তবে বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিয়ের বিষয় ঘোষণা করে ভক্তদের মধ্যে সত্যিই আনন্দের ঝড় বইছে।

জানা যায়, রাশমিকা ইতিমধ্যেই রাজস্থানে বিয়ের জন্য সম্ভাব্য স্থান খুঁজে দেখেছেন। আগামী ফেব্রুয়ারিতে উদয়পুরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

রাশমিকা আরও বলেন, মানুষ ইতিমধ্যেই তাদের সম্পর্কের খবর জানে। আর এখন কোনো কিছুই গোপন নেই। এই বিয়ে ভক্তদের জন্য নতুন আনন্দের বার্তা হয়ে দাঁড়িয়েছে।

এসএইচ 
 

Link copied!