ভারতীয় অন্বেষায় মাতলো সুরের মূর্ছনা

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৬, ০৫:৪২ পিএম
ভারতীয় অন্বেষায় মাতলো সুরের মূর্ছনা

ঢাকা: সুরের মুর্চ্ছনায় শনিবার সন্ধ্যায় হঠাৎ দর্শকদের মুহুর্মুহ করতালিতে ফেটে পড়ছে। মঞ্চে লাল, নীল হলুদ আর সাদা রঙের বর্ণিল আলোর ঝলকানি। সাথে আধুনিক সব বাদ্যযন্ত্রের ঝনঝনানি। যন্ত্রের শব্দের তালে নেচে উঠছে আলোগুলোও। কিন্তু কার তালে এসব হচ্ছে?

হ্যাঁ, বলছি। মন মাতানো উচ্ছ্বাস ভরা সন্ধ্যায় দর্শকের হৃদয়কে মাতালেন ইন্ডিয়ান জুনিয়র আইডলের শিল্পী অন্বেষা। অন্বেষা দাস গুপ্ত’র কণ্ঠে ‘ইয়ে মেরা দিল পেয়ারকা দিবানা’ গানে দর্শক নেচে গেয়ে একাকার অবস্থা।

হোটেল লা মেরিডিয়ানে এসিআই মটরস আয়োজিত গেল শনিবার (১২ নভেম্বর) ‘বাংলাদেশে ইয়ামাহা মটরসাইকেল’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে অন্বেষা দাস গুপ্ত মন মাতানো পারফর্মেন্স করেন। মটরসাইকেলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষেই অতিথিরা স্টেজ পারফরমারের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে অন্বেষার নাম ঘোষণার সাথে সাথেই পুরো স্কাই বলরুমের অতিথি দর্শকরা হর্ষধ্বনিতে ফেটে পড়েন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসেই অন্বেষা ‘মম চিত্তে নীতি নৃত্যে’ গান গেয়ে দর্শকদের চিত্ত আকর্ষণ করেন। এরপর তার ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানের সুরে শীতের সন্ধ্যায় দর্শকদের হৃদয়ে উষ্ণতার পরশ ছুঁইয়ে যায়।

এরপর অন্বেষা দাস গুপ্ত একে একে ‘বানা রাসিয়া’, নান নারে না নারে’, ‘বোঝেনা সে বোঝে না’, ‘ধাম মারো ধাম মিট যায় হাম’, ‘পার দেশী সাচ হেয় প্রিয়া’, ‘বালাম পিসকারি’, ‘চাপা চাপা’সহ ১০টিরও বেশি গান গেয়ে দর্শকদের উম্মাতাল করেন। অন্বেষা দাস গুপ্ত’র পারফরমেন্স ছুটির এই দিনটিতে আগত সঙ্গীতপ্রেমী অতিথিরা জম্পেস উপভোগ করেছেন। তার পারফরমেন্সে যেন হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমটি হয়ে উঠেছিলো ‘মিনি কনসার্টে’। এ অনুষ্ঠানে কোলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী সুজয় ভৌমিক- এর কণ্ঠে জনপ্রিয় সব গান এবং বাংলাদেশের মডেল নায়লা নাঈমের নৃত্য দর্শকদের বাড়তি উচ্ছ্বাস দেয়। 

এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ-দৌলার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান ইয়ামাহা কোম্পানির গ্রুপ লিডার দাইজি মাতসোকা এবং ইন্ডিয়া ইয়ামাহা মটর প্রা. লি. এর হেড অব ওভারসিজ সেলস হিদেতো কাওয়ামুরা। এসিআই লিমিটেডের নতুন সংস্করণ এসিআই মটরস বাংলাদেশে নিয়ে এসেছে সাতটি দারুণ মডেলের ইয়ামাহা মটরসাইকেল।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Link copied!