ইরাক যাচ্ছে ফারজানা ববি’র ‘বিষকাঁটা’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৬, ০৪:৩৮ পিএম
ইরাক যাচ্ছে ফারজানা ববি’র ‘বিষকাঁটা’

ঢাকা: ১৯৭১ সালের ধর্ষিতা বীরঙ্গনাদের বেঁচে থাকার গল্প নিয়ে ফারজানা ববির চলচ্চিত্র ‘বিষকাঁটা’ (দ্য পয়জন থোর্ন)। দেশ ও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার ইরাকের ‘বাগদাদ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনীর জন্য চূড়ান্ত হয়েছে ছবিটি। প্রদর্শনীর পাশাপাশি মূল প্রতিযোগিতার ‘প্রামাণ্যচিত্র বিভাগ’-এও লড়বে ‘বিষকাঁটা’। 

আসছে ডিসেম্বরের ৩ তারিখ থেকে ইরাকের রাজধানী বাগদাদে শুরু হচ্ছে চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ইরাকের অভিনেতা ইউসুফ আল আনি এবং পোল্যন্ডের নির্মাতা আন্দ্রজেজ ওয়াজদা কে উৎসর্গ করে উৎসবটি আয়োজিত হতে যাচ্ছে। আর এই উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’। 

‘বিষকাঁটা’য় মুক্তিযুদ্ধে নির্যাতিত তিন নারী মুক্তিযোদ্ধার বর্তমান জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। যে নারীরা যুদ্ধ করেছেন, ধর্ষিতা হওয়ার পর সমাজে এখনও সম্মানের সাথে বাঁচার জন্য সংগ্রাম করছেন, তারা বীরঙ্গনা। রঞ্জিতা মন্ডল, হালিমা খাতুন, রমা চৌধুরী এই তিনজন বীরঙ্গনার সংগ্রাম-অভিযোগ আর জীবনের গল্প নিয়েই ‘বিষকাঁটা’। 

ফারজানা ববির পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন ‘আন্ডারকনস্ট্রাকশন’ নির্মাতা রুবাইয়াত হোসেন ও খনা টকিজ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Link copied!