পাকিস্তানেও ঝড় তুলছে প্রভাসের ‘বাহুবলী-২’

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০১৭, ০৬:০২ পিএম
পাকিস্তানেও ঝড় তুলছে প্রভাসের ‘বাহুবলী-২’

ঢাকা: মুক্তির আগেই ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করে মস্ত রেকর্ডের জন্ম দিয়েছে প্রভাস অভিনীত এসএস রাজামউলের ঐতিহাসিক সিনেমা ‘বাহুবলী ২’। আর মুক্তির পর বিশ্বব্যাপী বক্স অফিসেও ছবিটির জয়জয়কার। আর এবার পাকিস্তানেও তুমুল ব্যবসা করছে বাহুবলী-২!

গেল ২৮ এপ্রিল ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘বাহুবলী-২’। ভারতের চারটি ভাষায় মুক্তি দেয়া এই সিনেমাটি মুক্তির দুই সপ্তাহেই এক হাজার কোটি রূপি আয় করে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। আর এবার ছবিটি মুক্তি পেল ভারতের পাশের দেশ পাকিনস্তানেও। মাত্র একশো সিনেমা হলে মুক্তি পেয়েও ছবিটি পুরো পাকিস্তানে ঝড় তুলছে।

মিডিয়ার বদৌলতে ‘বাহুবলী-২’ মানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি করেছে, আর সেজন্য পাকিস্তানের পরিবেশকরাও ছবিটি পেতে বেশী আগ্রহী ছিলো। কিন্তু মাত্র একশো সিনেমা হলে নেয়া বাহুবলী পাকিস্তানেও মাত্র এক সপ্তাহে আয় করেছে চারশো কোটি রূপির চেয়েও বেশী।

ভারতে সাড়ে ৬ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায় ‘বাহুবলী ২’। যা এরআগে কখনোই ভারতীয় কোনো সিনেমার ক্ষেত্রে ঘটেনি।  

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Link copied!