অসুস্থ বুলবুলকে নিয়ে যা বললেন ওমর সানী

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০১৮, ১১:২৫ এএম
অসুস্থ বুলবুলকে নিয়ে যা বললেন ওমর সানী

আহমেদ ইমতিয়াজ বুলবুল-ওমর সানী

ঢাকা: মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল অসুস্থ। ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি লিখেছেন, তার হার্টে ৮ টা ব্লক ধরা পড়েছে এবং বাইপাস সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব না।

খবরটি শুনে দুঃখ ভরাক্রান্ত হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানী। গুনী এই গীতিকারের জন্য তিনি দুঃখ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি সোনালীনিউজের পাঠকের জন্য তুলে ধরা হল-

আজ দুঃখ ভরাক্রান্ত মনে বলতে হচ্ছে আমার ওস্তাদতুল্য বুলবুল ভাই হৃদরোগে আক্রান্ত। আমার অনেক কালজয়ী গানের সাথে জড়িয়ে তার নাম, তার সাথে কত সময় কাটিয়েছি, রিকশায় করে ঘুরেছি - স্মৃতিকাতর হয়ে পড়ছি। আজকের ওমর সানী হবার পেছনে মানুষটির অবদান কিছুতেই অস্বীকার করার উপায় নেই।

মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন মুক্ত আকাশে আবার পূর্বের মতো বিচরণ করতে পারেন। আমি বিশ্বাস করি রাষ্ট্রীয় পুরষ্কার তাকে দেয়ার এটিই মোক্ষম সময়। সময় থাকতে বুলবুল ভাইকে যেন সম্মান দেয়া হয় সে দাবী জানাই। আপনারা এ মানুষটির জন্য দোয়া করবেন।

সোনালীনিউজ/বিএইচ

Link copied!